টেরা নালিয়াস একটা লাতিন শব্দবন্ধ। বাংলায় সোজা কথায় একে বলা যায় লাওয়ারিশ জমি। মানে খালি জায়গা, কোন মালিকানা নাই- খেয়াল খুশি দখল করা যাবে। বহু শতাব্দি ধরে সব কিসিমের উপনিবেশকারীরা “জায়গা খালি আছে, গিয়া দখল করতে হবে”, মানে কিনা “টেরা নালিয়াস আছে, তাই জায়গাটাতে সভ্যতা স্থাপন করতে হবে”- এই কারণ দেখিয়ে উপনিবেশ স্থাপন করে আসছে। সভ্যতা স্থাপনের মানে যেন কলোনাইজেশন হয়ে গেছে এইজন্যেই।
হাল আমলে বিশ্বের অনেক দেশে আজও এইসব দখলবাজির অজুহাত চলে। উপমানুষ হটাও, মানুষের বসতি বসাও! জংলী হটাও, সভ্যতা বসাও- অনেক দেশেই এটা দেখা যাবে।
১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া টেরা নালিয়াস ছিলো। তার দশ বছর আগে এডি মাবো নামের একজন আদিবাসী (টরে’ স্ট্রেইট দ্বীপের বাসিন্দা) রাষ্ট্রের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। হাইকোর্ট দেখিয়ে ছাড়েন সভ্য রাষ্ট্রকে। দশ বছর আইনী লড়াই চলে। মামলা হাইকোর্ট অব্দি গড়ায়।
তাঁর সোজাসাপ্টা যুক্তি-
আমারা হাজার বছর ধরে এই মাটিতে আছি : লাওয়ারিশ জমিন বললেই হলো! অস্ট্রেলিয়ার ইতিহাসে এই মামলাকে মাবো কেইস বলা হয়। এই কেইসে এডি মাবো জিতে যান। ইতিহাস বদলে যায়। লাওয়ারিশ অস্ট্রেলিয়া আদিবাসীর নেটিভ ল্যান্ড স্বীকৃতি পায়।
তারো আগে অস্ট্রেলিয়ার আদিবাসীদের নাগরিক স্বীকৃতি ছিলো না। আর সব সেটলার কলোনীর মত এখানকার আদিবাসীরা অকিঞ্চিতকর প্রাণী হিসাবে বিবেচিত হতো। ১৯৬৭ সালের গণভোটে অস্ট্রেলিয়ার আদিবাসীরা আদমশুমারীতে নাগরিক হিসাবে গণ্য হয়। গুণনীয় থেকে গণ্য।
ইতিহাসে অনগণ্য বা অগণ্য থেকে গণ্য, বা মান্যগণ্য হবার পথে ঐতিহাসিক ভুলগুলো শোধরাতে হয়। ঐতিহাসিক ভুল বা অপরাধের মিমাংসা ছাড়া একটা ভূ-খন্ডের সব জাতের মানুষ এক হতে পারে না। ইতিহাসকে তাই রহস্যাবৃত না করে খোলামেলা আলাপের জায়গাতে তুলে আনতে হয়।
অস্ট্রেলিয়ায় ২৭ মে থেকে ৩ জুন সপ্তাহব্যাপী রিকনসিলিয়েশন উইক পালিত হয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রিকনসিলেশন উইকের মূল প্রতিপাদ্য স্লোগান ছিলো ইতিহাসকে রহস্যাবৃত করবে না বা Don’t make history a mystery. এ বছরের প্রতিপাদ্য কথায় নয়- কাজে রিকনসিলিয়েশন দেখাও!
এই রিকনসিলিয়েশন এর উপযুক্ত অভিধা আমি অভিধানে খুঁজে পাইনি। এখানকার কনটেক্সটে তাকে রিকনসিলিয়েশন বলাই বরং যৌক্তিক বলে মনে করি। তাকে আমরা ঐতিহাসিক ভুলের মিমাংসা বলতে পারি, পূণর্মৈত্রী স্থাপন বলতে পারি, বা জাতীয় ঐক্য-সংহতিও বলতে পারি। আমার কাছে এটা ইতিহাসের অমোচনীয় পাপ মোচনের উপায়।
অতীত থেকে ভবিষ্যতে যাওয়ার রাস্তায় একটা সেতু আছে। কোন কোন দেশ, বা জাতি সেই সেতু ভাঙে, কেউ বা সেতুবন্ধন গড়ে। আমার মনে হয়েছে, অস্ট্রেলিয়া সেই সেতুবন্ধন গড়েই সময়ের সাথে আগাচ্ছে।
অস্ট্রেলিয়ার রিকনসিলিয়েশন উইক নিয়ে আমার রেডিও প্রতিবেদন শুনতে হলে SBS radio App আপনার মোবাইলে ইনস্টল করুন। অডিও সহ এই বিষয়ে প্রতিবেদন পড়তে এসবিএস বাংলার ওয়েবসাইট ভিজিট করুন। আমাকে কাল রেডিওতে শুনতে পাবেন SBS 2 Radio তে, অস্ট্রেলিয়ার সময় সন্ধ্যা ৬ টা থেকে ৭ টায়।
Be the first to write a comment.