বিষয় তো মুনিয়া এতিম, সরল, দুধের বাচ্চা, গরীব, সে আনভীরকে জীবন দিয়ে ভালবাসতো সেইটা না। তারমানে কি মুনিয়ার বয়স আজ ৩৫ হলে, সে সমাজে প্রতিষ্ঠিত হলে তার বাবা-মা জীবিত থাকলে, আর আনভীরকে জীবন দিয়ে ভাল না বাসলে আপনি তার বিচার চাইতেন না?


বিষয় মুনিয়া কতোটা ‘বেশ্যা’, সে অর্থের জন্য আনভীরের কাছে ছিল সেটাও না। তারমানে কি মুনিয়া যদি আনভিরের বিয়ে করা বৌ হতো আর তার অর্থের উপর নির্ভরশীল না হতো একমাত্র তাহলেই মুনিয়ার বিচার পাবার অধিকার আছে?


বিষয় হলো মুনিয়া ‘খানকি মাগী’,ই হোক আর অল্প বয়সে ভুল করে ফেলা নাদান বাচ্চাই হোক- তার সাথে একটা সম্পর্কে থাকার পর তাকে চোর অপরাধে দোষী করে তাকে গালাগাল করে অপমানিত করা হয়েছে, তাকে শাসানো হয়েছে, তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়েছে। সেটার বিচার চান। আত্মহত্যা আদৌ আত্মহত্যা কিনা তার যেন সুষ্ঠ তদন্ত হয় সেটা চান। জানি চাওয়াচাওয়ি তে লাভ নাই। তবুও দাবী তোলেন। মুনিয়া যে একটা মানুষ ছিল শুধু সেইটুকু জেনে দাবী তোলেন।